ভারতে বেড়েই চলেছে করোনা, একদিনে ৫ জনের মৃত্যু

বিভিন্ন দেশে করোনা নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে। যা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইতোমধ্যে সংস্থাটি বিভিন্ন দেশকে এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময় করোনায় মারা গেছে পাঁচ জন। একইসঙ্গে দেশটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০১ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রোববার যে পাঁচ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাদের চার জনই কেরালা বাসিন্দা। বাকি একজন উত্তরপ্রদেশের।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কেরালায় জেএন.১ নামে করোনার নতুন একটি উপ-ধরনের সন্ধান পাওয়া গেছে। এখনও পর্যন্ত সেখানে একজনের শরীরে ওই নতুন উপধরনের অস্তিত্ব পাওয়া গেছে।

করোনার নতুন এ উপধরন জেএন.১ গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম পাওয়া যায়। তারপর এটি বেশ কয়েকজন রোগীর শরীরে পাওয়া যায়। সম্প্রতি চীনেও জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাত জনের শরীরে মিলেছে ওই ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভান কেরকোভে বলেছেন, কেন এসময় হঠাৎ আবার করোনা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। কীভাবে তা ঠেকানো যায় তা আমাদের বের করে সমাধান করতে হবে। এ মুহূর্তে যত করোনা আক্রান্ত রোগী আছেন, তাদের ৬৮ শতাংশের দেহে রয়েছে এক্সবিবি উপধরন। বাকি রোগীর দেহে ঘুরছে জেএন.১। শীতে রোগের দাপট আরও বাড়তে পারে।

এ জাতীয় আরো সংবাদ

দু’একদিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিলাওয়াল

নূর নিউজ

সুইডেনে কোরআন পুড়িয়ে বিক্ষোভ, মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদ

নূর নিউজ

রাখাইনে সু চির দলের তিন প্রার্থীকে অপহরণ

আনসারুল হক