ভারতের প্রসিদ্ধ আলেম মাওলানা আতিকুর রহমান সাম্ভলির ইন্তেকাল

ভারতের প্রসিদ্ধ আলেম মাওলানা আতিকুর রহমান সাম্ভলি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দিল্লিতে তার মৃত্যু হয়। এ সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর। তার পরিবার বলছে, বার্ধক্যজনিত কারণ ছাড়া তার আর বিশেষ কোনো শারীরিক সমস্যা ছিল না।

মাওলানা আতিকুর রহমান সাম্ভলি ভারতের বিখ্যাত আলেম মাওলানা মনজুর নোমানীর বড় ছেলে এবং মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানীর বড় ভাই। তিনি মাসিক আল ফুরকানের দীর্ঘদিনের সম্পাদক ছিলেন। ষাটের দশকে তার ছোট ভাই হাফিজ নোমানীকে নিয়ে সাপ্তাহিক নেদায়ে ইসলাম প্রকাশ করেন।

ভারত স্বাধীনতার পর যেসব বরেণ্য লেখকের জন্ম হয় তিনি তাদের মধ্যে অন্যতম ছিলেন। মুসলমানদের বিভিন্ন সঙ্কটে তার কলম সবসময় জোরালো ভূমিকা পালন করে। একইসাথে তিনি সাড়াজাগানো বেশ কয়েকটি বইও রচনা করেছেন। মাহফিলে কুরআন (ছয় খণ্ডের তাফসীর গ্রন্থ) এবং ওয়াকিয়ায়ে কারবালা বিশেষভাবে উল্লেখযোগ্য।

মাওলানা আতিকুর রহমান সাম্ভলি দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছেন। ব্রিটিশ আন্দোলনের অন্যতম নেতা মাওলানা হুসাইন আহমাদ মাদানির শিষ্যত্ব লাভ করেছিলেন। মাওলানা আসআদ মাদানি এবং মাওলানা সালেম কাসেমি (সাবেক মুহতামিম, দারুল উলুম দেওবন্দ ওয়াকফ) তার সহপাঠী ছিলেন। তিনি  দুই ছেলে ও ‍দুই মেয়ে রেখে গেছেন। সোমবার জোহরের নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সূত্র : ইটিভি ভারত ও বাসিরাত অনলাইন

এ জাতীয় আরো সংবাদ

বাড়ছে আত্মহত্যার প্রবণতা; কী ভাবছেন বিশিষ্টজনেরা

নূর নিউজ

ধর্ষণ রোধে কোরআনি আইন চালু করতে হবে- পিরোজপুর উলামা পরিষদ

আনসারুল হক

নিবন্ধিত শিক্ষকদের বদলির দাবিতে মানববন্ধন

নূর নিউজ