ভিপি নুরের ওপর হামলার ঘটনায় নিন্দা ইসলামী ঐক্যজোটের

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের ও মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নুরুল হক নুর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসেনানী। তার মতো একজন রাজনীতিবিদের ওপর ন্যাক্কারজনক হামলা গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এই ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করছি। একই সঙ্গে ভিপি নূরসহ আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা এবং তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, ইসলামী ঐক্যজোট একটি টেকসই ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের বিচারে গতিশীলতা দেখতে চায়। সর্বোপরি রাজনৈতিক বৈচিত্রের মাঝেও ফ্যাসিবাদ প্রশ্নে জাতিকে বিচ্ছিন্ন নয়, ঐক্যবদ্ধ দেখতে চায়।

এ জাতীয় আরো সংবাদ

দাওরায়ে হাদীস পরীক্ষার্থীর ইন্তেকালে আল-হাইআতুল উলয়ার শোক প্রকাশ

আনসারুল হক

জাতীয় কবির প্রতি সশ্রদ্ধ সালাম

আনসারুল হক

মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল

আনসারুল হক