মণিপুরে ‘গো ব্যাক মোদি’ স্লোগানে প্রকম্পিত রাজ্য

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই বছর পর গত ২ দিন মণিপুর সফরে গেলে তীব্র বিক্ষোভ, হরতাল এবং ‘গো ব্যাক মোদি’ স্লোগানের মুখে পড়েন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসন পুরো এলাকাকে সামরিক ছাউনিতে পরিণত করে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ড্রোন নজরদারি, কারফিউ এবং সর্বত্র চেকপোস্ট বসানো হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক্সপ্রেস নিউজ সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মোদির সফরকে কেন্দ্র করে স্থানীয় জনগণের ক্ষোভ তীব্র আকার ধারণ করে। মোদির সফরকে ‘ভোটের নাটক’ ও ‘রাজনৈতিক প্রহসন’ আখ্যা দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ ও হরতালের ডাক দেওয়া হয়।

এক বিক্ষোভকারী বলেন, ‘মোদির দুই বছর পর মনে পড়েছে যে মণিপুরও ভারতের অংশ। এই সফর জনতার ক্ষত সারাবে না, বরং এটি নিছক রাজনৈতিক প্রদর্শনী।’

মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মোদির আগমনের প্রতিবাদ জানিয়েছে এবং ক্যাম্পাসজুড়ে ‘গো ব্যাক মোদি’ স্লোগান তুলেছে।

উল্লেখ্য, ২০২৩ সালে মণিপুরে উত্তর-পূর্বাঞ্চলীয় জাতিগত দাঙ্গার ভয়াবহ প্রভাব এখনো কাটেনি। সরকারের ভূমিকা নিয়ে বিতর্কও অব্যাহত রয়েছে। জাতিসংঘের ২০২৫ সালের প্রতিবেদনে মণিপুরে সহিংসতা, সংখ্যালঘুদের ওপর হামলা, জোরপূর্বক উচ্ছেদ এবং অমানবিক আচরণের জন্য ভারত সরকারকে তীব্র সমালোচনার মুখে ফেলেছে।

সূত্র: এক্সপ্রেস নিউজ

এ জাতীয় আরো সংবাদ

ভিসা ছাড়াই উমরাহ করার সুযোগ পাবেন ২৯ দেশের নাগরিকরা

নূর নিউজ

সর্বপ্রথম পুরো কুরআনের অডিও রেকর্ড হয় যাঁর কণ্ঠে

আলাউদ্দিন

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত হর্ষবর্ধন সিং

নূর নিউজ