মহাকাশে ১ হাজার দিন কাটানোর রেকর্ড রশ সাংবাদিকের

বাসস : রাশিয়ান স্পেস এজেন্সি’র (রসকসমস) মহাকাশচারী স্কোয়াডের কমান্ডার ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) তাস’র বিশেষ সংবাদদাতা ওলেগ কোনোনেনকো বিশ্বের প্রথম ব্যক্তি যিনি সামগ্রিকভাবে ১ হাজার দিন পৃথিবীর কক্ষপথে আইএসএস-এ কাটিয়েছেন।
রসকসমস প্রেস অফিস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ ০০:০০:২০ মস্কোর স্থানীয় সময়, রসকসমস স্টেট কর্পোরেশন মহাকাশচারী ওলেগ কোনোনেনকো যিনি বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করছেন, তিনি মোট স্পেসফ্লাইট সময়কালের পরিপ্রেক্ষিতে বিশ্বে প্রথমবারের মতো মহাকাশে অবস্থানের ১ হাজার দিনের রেকর্ড গড়েছেন।’

এ জাতীয় আরো সংবাদ

ইউক্রেন থেকে শস্য রফতানির উপায় বের করছে তুরস্ক

নূর নিউজ

নতুন সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে ভারত সরকার

নূর নিউজ

ফের জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আটকে দিলো যুক্তরাষ্ট্র

আনসারুল হক