মহাসমাবেশে আসার পথে নিহত কর্মীর বাড়িতে শায়খে চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত গত ২৮ জুনের মহাসমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত নাটোরের গুরুদাসপুরের মরহুম মোস্তফা কামালের শোকাহত পরিবারকে শান্তনা ও সমবেদনা জানাতে আজ ৮ জুলাই দুপরে মরহুমের বাড়িতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

তিনি মরহুমের কবর জিয়ারত করেন। আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাৎ করে তাদের শান্তনা প্রদান করে আর্থিক হাদিয়া প্রদান করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মরহুমের পরিবারের দায়িত্ব গ্রহণ করার ব্যাপারে তাদের অবহিত করে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তিনি বলেন, ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে গিয়ে তার এই মৃত্যুতে আল্লাহ তায়ালা শাহাদাতের মর্যাদা দান করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা দোয়া করি আল্লাহ জান্নাতে তার মর্যাদা আরো উন্নত করে দিন।

শায়েখে চরমোনাই এর সাথে এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী কামাল উদ্দিন সিরাজী, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলী সহ নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ

যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন হলে নতুন ফ্যাসিবাদের জন্ম হবে : মুফতি ফয়জুল করীম

আনসারুল হক

মনে হয় দেশটা আফগানিস্তান হয়ে গেছে

নূর নিউজ

‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনে বিপর্যয় সৃষ্টি হবে’

আনসারুল হক