মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জমিয়তের শোক

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজসংলগ্ন এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ সোমবার (২১ জুলাই )গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

নেতৃদ্বয় নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তারা আহতদের অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নেতৃদ্বয় জমিয়তের পক্ষ থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণকে রক্তদানসহ সব ধরনের মানবিক সহায়তা প্রদানের বিশেষ আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী (হুজুর)-এর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক প্রকাশ

নূর নিউজ

আল্লামা শফীর রুহের মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত

আনসারুল হক

সরকারের বিরুদ্ধে জনতার রুদ্ররোষ সৃষ্টি হচ্ছে

নূর নিউজ