মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জমিয়তের শোক

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজসংলগ্ন এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ সোমবার (২১ জুলাই )গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

নেতৃদ্বয় নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তারা আহতদের অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নেতৃদ্বয় জমিয়তের পক্ষ থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণকে রক্তদানসহ সব ধরনের মানবিক সহায়তা প্রদানের বিশেষ আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

মুজিববর্ষে দেশের প্রতিটি ঘর আলোকিত করেছে সরকার: প্রধানমন্ত্রী

নূর নিউজ

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদেরকে জাতীয় সংসদে প্রেরণ করতে হবে: মাওলানা আফেন্দী

আনসারুল হক

ইসলামী আন্দোলনের সঙ্গে মুসলিম লীগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নূর নিউজ