মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৭৭

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৫৬৯ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ১১৮৯৮ পিস ইয়াবা, ২৪ কেজি ৮৮৫ গ্রাম ২০৫ পুরিয়া গাঁজা ও ২৫০ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৪টি মামলা রুজু হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

পুলিশকে ৫০০ কোটি, দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চান মুসা বিন শমশের

নূর নিউজ

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান

নূর নিউজ

রমজানে বেশি দামে বিক্রির আশায় ৫১২ লিটার তেল মজুত

নূর নিউজ