‘মাদরাসা শিক্ষায় শিক্ষিতরাই আফগানিস্তানের সব মন্ত্রণালয় পরিচালনা করছে’

আফগানিস্তানে ইমরাতে ইসলামিয়া সরকারের কর্মকাণ্ডে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো রাষ্ট্র পরিচালনায় মাদরাসা শিক্ষায় শিক্ষিতদের ভূমিকা। আফগানিস্তান সফর শেষে দেশে ফিরে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, “আজকের দুনিয়ায় ধারণা করা হয়, ইসলামি শিক্ষায় শিক্ষিতরা রাষ্ট্র পরিচালনায় অক্ষম। কিন্তু আমরা সেখানে দেখলাম, নিরেট মাদরাসা শিক্ষায় শিক্ষিতরাই সব মন্ত্রণালয় পরিচালনা করছে এবং অতি অল্প সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে অসাধারণ অগ্রগতি সাধন করেছে।”

মাওলানা মামুনুল হকের মতে, সফরে তিনটি বিষয় বিশেষভাবে চোখে পড়েছে—নিরাপত্তা, উন্নয়ন ও ন্যায়পরায়ণ বিচারব্যবস্থা। তিনি জানান, আফগানিস্তানে ৫০ লাখ মানুষের হাতে অস্ত্র থাকলেও গত চার বছরে কোনো মারামারি বা রক্তপাতের ঘটনা ঘটেনি। অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশটি কাস্টমস ও খনিজ সম্পদের ওপর ভর করে দ্রুত উন্নয়ন করছে এবং প্রতি মাসে আট লাখ পরিবারকে ভাতা দিচ্ছে—যার মধ্যে সরকারের বিরোধী পক্ষের হতাহতদের পরিবারও রয়েছে।

বিচারব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, আফগান আদালত তিন স্তরে পরিচালিত হয় এবং নিম্ন আদালতকে ১৫ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। অধিকাংশ মামলায় বাদী-বিবাদীরা নিজেরাই মামলা পরিচালনা করেন; “৫০ শতাংশের বেশি মামলা কোনো উকিল ছাড়া নিষ্পত্তি হয়,” উল্লেখ করেন তিনি।

তবে নারী শিক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মামুনুল হক। তিনি বলেন, বর্তমানে মেয়েরা ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করছে এবং এর ওপরে ধর্মীয় শিক্ষা চালু আছে। উচ্চশিক্ষা আপাতত স্থগিত থাকলেও আলাদা কারিকুলাম তৈরির কাজ চলছে। আফগান সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, শিগগিরই মেয়েদের জন্য পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।

নারী স্বাধীনতা প্রসঙ্গে তিনি জানান, সেখানে নারীরা বোরকা বা মুখ ঢাকার ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। অনেক নারী বাজারঘাট, রেস্টুরেন্ট এমনকি গাড়ি চালাতেও অংশ নিচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচন করতে ইচ্ছুক, এনসিপির হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: উপদেষ্টা আসিফ

আনসারুল হক

বৈঠক আগামী বুধবার, কে হতে যাচ্ছেন হাটাজারী মাদরাসার মহাপরিচালক?

নূর নিউজ

মহিলা মাদ্রাসার উন্নয়নে যেসব পদক্ষেপ নেয়া জরুরি

নূর নিউজ