মাদরাসাতুল মারওয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজধানীর মিরপুরে সুপরিচিত প্রতিষ্ঠান মাদরাসাতুল মারওয়ায় পুরস্কার বিতরণী আজ ২অক্টোবর বৃহস্পতিবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে।

১ম সাময়িক পরীক্ষার পুরস্কার প্রদান উপলক্ষ্যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদরাসার ক্ষুদে ছাত্র যায়েদ হাসানের কুরআন তিলাওয়াত ও রাইয়্যান হাওলাদারের নাশিদ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর হাফেজ ক্বারী মাহবুব গাজীর সঞ্চালনা ও মারওয়াহ’র প্রতিষ্ঠাতা মুহতামিম মাঈনুদ্দীন ওয়াদুদ-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শায়খ মাহমুদুল হাসান মাদানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কাফরুল থানার দায়িত্বশীল হাফেজ মাওলানা মাহমুদুল আরিফীন।

অনুষ্ঠানে ১ম সাময়িক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের পুরস্কৃত করা হয়।

এতে আরো উপস্থিত ছিলেন মারওয়াহ’র শিক্ষা-সচিব জনাব সাজিদ আবরার, সহকারী শিক্ষা-সচিব মুফতী সালমান মাহমুদ, স্টাফ ম্যানেজার রিজভী তালুকদার সহ মাদরাসার সকল বিভাগের শিক্ষকগণ।

অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথির মুনাজাতের মাধ্যমে ১২ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসছে রোববার

নূর নিউজ

টিএসসিতে মেয়েদের নামাজের জায়গা উদ্বোধন করলেন ভিসি

আনসারুল হক

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার ভবিষ্যৎ প্রজন্মের ‘ভয়ঙ্কর ক্ষতি’ করছে

নূর নিউজ