মাদ্রাসা আদর্শ নাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ছে: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আফম খালিদ হোসেন বলেছেন, শিক্ষা, নৈতিকতা ও ইসলামের আলো একসূত্রে গাঁথলেই গড়ে ওঠে একটি আদর্শ সমাজ।

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, একজন শিক্ষার্থীকে হতে হবে নৈতিক, মানবিক ও দায়িত্বশীল। ইসলামী শিক্ষাই সেই চারিত্রিক গুণাবলি গঠনে সহায়ক। মাদ্রাসাগুলো আগামী দিনের নেতৃত্ব ও আদর্শ নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ধর্ম উপদেষ্টার আগমন উপলক্ষে মাদ্রাসা চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থী ২ ভাইয়ের মৃত্যু

আনসারুল হক

বৈঠক আগামী বুধবার, কে হতে যাচ্ছেন হাটাজারী মাদরাসার মহাপরিচালক?

নূর নিউজ

২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

নূর নিউজ