মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস ইস্যুসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক আজ ৪ আগষ্ট সোমবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।
গুলশানের বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান ও জনাব সালাহ উদ্দিন আহমদ।
জমিয়তের পক্ষে ছিলেন দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মুফতী মনীর হোসাইন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।
বৈঠকে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকায় মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস প্রসঙ্গে দলের ও সাধারণ মানুষের উদ্বেগ ও শংকার কথা বললে বিএনপি নেতৃবৃন্দ এমন উদ্বেগে সহমত পোষণ করেন।
উভয় দলের উপস্থিত নেতৃবৃন্দ আগামী নির্বাচন নিয়ে কোন প্রকার সংশয় জিইয়ে রাখা কাম্য নয় উল্লেখ করে বলেন, এ ক্ষেত্র অযথা সময় ক্ষেপণ করার কোন সুযোগ নেই।
জুলাই সনদ সম্পর্কে উভয় দলের নেতৃবৃন্দ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলসমূহ রাষ্ট্র সংস্কার সংক্রান্ত বিষয়গুলোতে যে ভাবে ঐকমত্যে পৌঁছেছেন ঠিক সে ভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী।