মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা

পর্যটনের জন্য জনপ্রিয় দেশ মালদ্বীপে ইসরায়েলের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এ নিষেধাজ্ঞা দিয়েছে মালদ্বীপ সরকার।

মঙ্গলবার দেশটির পার্লামেন্টে নিষেধাজ্ঞা-সংক্রান্ত আইনের অনুমোদন দেওয়া হয়। এর পরপরই তাতে সমর্থন জানান প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু।

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে নৃশংসতা চালিয়ে যাচ্ছে এবং জাতিগত নিধনের যে কর্মকাণ্ড চালাচ্ছে, তার জবাবে সরকারের শক্ত অবস্থান তুলে ধরেছে (আইনের প্রতি প্রেসিডেন্ট মুইজ্জুর) এই অনুসমর্থন। ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সংহতি পুনর্ব্যক্ত করছে মালদ্বীপ।’

এ জাতীয় আরো সংবাদ

ইউক্রেনে পশ্চিমাদের আতঙ্ক ছড়াতে বারণ করল তুরস্ক

নূর নিউজ

মঙ্গলবার মস্কোতে আনুষ্ঠানিক আলোচনা করবেন পুতিন ও মোদি

নূর নিউজ

ন্যাটোর মত আরব দেশগুলোর সম্মিলিত সামরিক জোট গঠনের উদ্যোগ

আনসারুল হক