মালিতে সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত

মালির মধ্যাঞ্চলে গত মঙ্গলবার একটি লরির সাথে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে ৩৭ জন নিহত ও আরো অনেক জন আহত হয়েছেন। প্রচন্ড বৃষ্টিপাতের সময় এ দুর্ঘটনা ঘটে। সরকার ও স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, দূর্বল যোগাযোগ ও যানবাহন ব্যবস্থাপনার কারণে সাবেক ফরাসি কলোনীর এ দেশে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

সরকার তাদের সরকারি টুইটার বার্তায় জানায়, এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও আরো অনেক জন মারাত্মকভাবে আহত হয়েছেন।

এতে আরো বলাহয়, ‘জামবৌগৌতে সড়ক দুর্ঘটনার পর প্রাথমিকভাবে নিহতদের এ তথ্য পাওয়া যায়। এ দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। গৌ অঞ্চলের গভর্নর আলাসানিত্রাওরি এএফপি’কে বলেন, কৃষি পণ্যবাহী একটি লরির সাথে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘প্রচন্ড বৃষ্টিপাতের কারণে রাস্তায় স্বল্প দূরত্বে দেখতে না পাওয়ার কারণে তা ঘটে বলে জানা যায়।’

এ জাতীয় আরো সংবাদ

আঙ্কারা কোনো বৈষম্য ছাড়াই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে

নূর নিউজ

১৭৫ আসনের মধ্যে ৭৫টিতে জয়ী ইমরান খান সমর্থিত প্রার্থীরা

নূর নিউজ

মোল্লা হাসান আখুন্দকে প্রধান করে অন্তর্বর্তী আফগান সরকার ঘোষণা

আনসারুল হক