হেফাজতে ইসলাম বাংলাদেশ মিরপুর পল্লবী থানা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার, ২৭ এপ্রিল, মুসলিম বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পূর্ণাঙ্গ ১০৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন প্রবীণ আলেম মাওলানা আব্দুস সালাম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট লেখক শাইখুল হাদীস মুফতি আব্দুল মালেক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা কমিটির প্রচার সম্পাদক মাওলানা শামিম। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মালেক। তিনি বক্তব্যে হেফাজতের প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের ইতিহাস ও সংগ্রামের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, “প্রথম আমীর আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর আহ্বানে সংগঠনটি সারাদেশে শান্তিপূর্ণ আন্দোলন চালালেও, ইসলামবিদ্বেষী শক্তির ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। বিশেষ করে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা ছিল ইতিহাসের এক কালো অধ্যায়। লাখো তৌহিদি জনতা ১৩ দফা দাবিতে অবস্থান নিলে রাতের আঁধারে রাষ্ট্রীয় বাহিনী নির্বিচারে গুলি চালায়, বহু মানুষ শহীদ হন, লাশ গুম হয় এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-সহ অনেক নেতাকে কারাবরণ করতে হয়।”
সভায় সভাপতিত্ব করেন মাওলানা ফজলুল করিম কাসেমী। প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বক্তারা বলেন, “কুরআন অবিশ্বাসীদের সাথে মুসলমানদের কোনো আপস ছিল না, এখনো নেই এবং ভবিষ্যতেও থাকবে না।”
এদিকে, আগামী ৩ মে, শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআনবিরোধী সুপারিশ বাতিল, সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, শাপলা চত্বরসহ ইসলামপন্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার ও ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যার বিচারের দাবিতে- হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসমাবেশ করবে। সারাদেশে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানা গেছে, এই মহাসমাবেশের মাধ্যমে ইসলামি ঐক্যের নবযাত্রার ইতিহাস রচিত হবে—এমনটাই প্রত্যাশা করছেন দেশের তৌহিদি জনতা।
নেতারা জানিয়েছেন, হেফাজতে ইসলামের আন্দোলন নিছক কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় মূল্যবোধ রক্ষার সংগ্রাম। এই মহাসমাবেশ শুধু একটি সাধারণ সমাবেশ নয়, ইসলামী শক্তির নতুন ঐক্যের একটি মঞ্চ হিসেবেও তা ঘোষণা করা হবে।