মুজিববাদের’ বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান নাহিদের

নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে পাড়া-মহল্লায় আওয়ামী সন্ত্রাস ও ‘মুজিববাদের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জে এনসিপির আয়োজিত পদযাত্রা-পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বিলুপ্ত না করা পর্যন্ত আমরা থামব না। ‘মুজিববাদের’ বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই লড়াই আর থামবে না।”

তিনি বলেন, সামনে আরও একটি লড়াই আসছে—ফ্যাসিবাদ ও ‘মুজিববাদ’ বিরোধী সেই লড়াই মোকাবিলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই সংগ্রাম বাংলাদেশকে নতুন পথে নিয়ে যাবে।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আগামী নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তারা যেন ভোট দিতে পারেন, সে ব্যবস্থা আমরা করব।”

এ ছাড়া নদীভাঙন, অবৈধ বালু উত্তোলন ও স্থানীয় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন এনসিপির এই নেতা।

এ জাতীয় আরো সংবাদ

নাশকতা মামলায় জামিন পেলেন মুফতি মুনির হোসাইন কাসেমী

নূর নিউজ

দেশে খুন ধর্ষণ মারাত্মক আকার ধারণ করেছে:পীর সাহেব চরমোনাই

নূর নিউজ

বাইরে থেকে বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল, দাবি রাশিয়ার

নূর নিউজ