সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা দলীয় পদ স্থগিত করল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তার স্ত্রীর সঙ্গে তার বিরোধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হওয়ার পরিপ্রেক্ষিতে জমিয়ত তার পদ স্থগিত করেছে এবং বিষয়টি তদন্তের জন্য দুই সদস্যের কমিটি করে দিয়েছে।
নূর নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।
এর আগে ১৪ মে দলটির অফিস সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে দলটি জানায়, জমিয়ে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী তালহা ইসলাম সম্পর্কে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরণের অভিযোগ ও খবরাখবর সামনে আসার প্রেক্ষিতে দলের সম্মানিত সভাপতির আদেশক্রমে কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মাদ কাসেমীর সমন্বয়ে ২সদস্যের একটি দলীয় তদন্ত কমিটি গঠন করা হল।
উক্ত তদন্ত কমিটির রিপোর্ট আসা পর্যন্ত মুফতী তালহা ইসলামের দলীয় পদ অস্থায়ী ভাবে স্থগিত ঘোষণা করা হল।