মুসলিমরা টার্গেটেড সহিংসতার শিকার হচ্ছে: বাইডেন

বিশ্বজুড়ে এখনও মুসলিমরা টার্গেটেড সহিংসতার শিকার হচ্ছেন উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ধর্মীয় বিশ্বাসের কারণে কারো বিরুদ্ধে বৈষম্য করা উচিত নয়।

মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোয়াইট হাউজে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন এ অনুষ্ঠান আয়োজন করেন।

অনুষ্ঠানে ইসলামভীতির কথা তুলে ধরে বাইডেন ব্যাখ্যা করেন কিভাবে এই ইস্যুটি মুসলিমদের ক্ষতি করছে।

তিনি বলেন, আমেরিকা এমন একটি জাতি, যা ধর্ম, বর্ণ, জাতি, ভূগোল কোনো কিছুর ওপর ভিত্তি করেই গড়ে ওঠেনি। শুধু গড়ে উঠেছে আদর্শ আর আইডিয়ার ওপর ভিত্তি করে।

মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকা উচিত না উল্লেখ করে তিনি আরও বলেন, মুসলিমরা এখনও সহিংসতার মুখোমুখি হচ্ছেন। সরাসরি তার ভাষায়Ñবিশ্বজুড়ে বর্তমানে অসংখ্য মুসলিমকে সহিংসতার সঙ্গে টার্গেট করা হচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নির্যাতিত বা ধর্মীয় বিশ্বাসের কারণে কারো বিরুদ্ধে বৈষম্য করা উচিত নয়।

বাইডেনের এ বক্তব্যের পর করতালি পরে যায় হোয়াইট হাউজে অনুষ্ঠানস্থলে।

বাইডেন বলেন, আজকের এই দিনে আমরা ওইসব মানুষের কথাও স্মরণ করি, যারা পবিত্র এই আনন্দ উদযাপন করতে পারছেন না। এর মধ্যে রয়েছেন উইঘুর ও রোহিঙ্গারা। এর মধ্যে রয়েছেন ওইসব মানুষ যারা দুর্ভিক্ষ, সহিংসতা, যুদ্ধ ও নানা রোগব্যাধিতে আছেন। তিনি এ সময় ইয়েমেনে যুদ্ধবিরতির কথা তুলে ধরেন বাইডেন।

যুদ্ধ বিরতরি ফলে ইয়েমেনিরা রমজানকে সম্মান জানাতে পেরেছেন। প্রথমবারের মতো ভয়হীন ঈদ উদযাপন করছেন বলেও দাবি করেন বাইডেন।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে করোনার ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’, বাড়ছে উদ্বেগ

আনসারুল হক

নরওয়েতে ফাইজারের টিকা নেওয়ার পর ২৩ জনের মৃত্যু

আনসারুল হক

মুসলিম শাসিত যুক্তরাষ্ট্রের প্রথম শহর মিশিগানের হ্যামট্রামক

নূর নিউজ