মৌলিক সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ উদ্বেগের সাথে বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশীদের তত্ত্বাবধানে দেয়ার কোন উদ্যোগ গ্রহণ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সঠিক হবে না। এর সাথে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ। বরং দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে পারলে দেশীয় জনবল দিয়েই বন্দরে বিরাজমান সংকট সমাধান সম্ভব। কক্সবাজার মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরটিও দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে পারলে চট্টগ্রাম বন্দরের সংকট আরো সামাধান হবে।

বৈঠকে আরো বলা হয়, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও পক্ষসমূহের মধ্যে প্রকাশ্য বিভেদ ও কাদা ছোঁড়াছুড়ি হতাশাজনক। এতে পতিত ফ্যাসিস্ট-স্বৈরাচার ও তার দোসররা লাভবান হবে। দায়িত্বশীল পর্যায়ে থেকে সকলকে আরো সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। আর সরকারের উচিত প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষ করে ডিসেম্বর ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করা।

আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ গণ-অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার ক্ষেত্রে আরো সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আকাশ প্রতিরক্ষা জোরদার সহ সশস্ত্র বাহিনী আধুনিকায়নের লক্ষ্যে এবারের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার জোর দাবি জানাচ্ছি। কোরবানী পশু ও চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে এখন থেকেই সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানাচ্ছি।

বৈঠকে আরো বলা হয়, নারী বিষয়ক সংস্কার কমিশন সরাসরি ইসলামের মৌলিক বিধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। চরম বিতর্কিত এই কমিশন ও তাদের প্রস্তাবনা সমূহ বাতিলে কালক্ষেপণ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না। কারণ, উক্ত কমিশন ভবিষ্যৎ বাংলাদেশের পরিবার ও সমাজ ব্যবস্থায় মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টির সূত্রপাত ঘটাতে চায়।

গতকাল সন্ধ্যা ৭ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ। সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ডা. আবদুর রাজ্জাক আসাদ, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ¦ নুর হোসেন, আবুল হোসেন, আমির আলী হাওলাদার, এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

ডলারের ওপর চাপ কমাতে সৌদি থেকে বাকিতে জ্বালানি তেল চায় সরকার

নূর নিউজ

ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

নূর নিউজ

‘বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র’

নূর নিউজ