যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞার পরিকল্পনা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে প্রতিশোধমূলক নিষেধাজ্ঞার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আজ শুক্রবার রাশিয়ার সুরক্ষা কাউন্সিলের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। খবর রয়টার্সের।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, সম্প্রতি তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো অবশ্যই তার জবাব দেবে। এরইমধ্যে মস্কো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে। মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার জবাব অবশ্যম্ভাবী, কোনওভাবেই তা এড়ানো সম্ভব হবে না।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে- এমন অভিযোগে আমেরিকা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া, আমেরিকায় নিযুক্ত রাশিয়ার ১০ কূটনীতিককে বহিষ্কার করেছে। এর কয়েক ঘণ্টা পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এসব কথা বললেন।

এ জাতীয় আরো সংবাদ

ব’ন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে নতুন দপ্তর খোলার ঘোষণা বাইডেনের

নূর নিউজ

সৌদির কোভিড ভ্রমণ আইন ভঙ্গ করলে তিন বছরের নিষেধাজ্ঞা

আনসারুল হক

ফিলিস্তিন ইস্যুতে মিসরে জরুরি আরব সম্মেলন ২৭ ফেব্রুয়ারি

Sufian Farabee