রাসূল সা. কতবার হজ ও ওমরাহ করেছেন ?

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হবার পর একবার হজ করেছেন। আর চারবার ওমরাহ করেছেন।

হযরত কাতাদা বলেন, আমি আনাস বিন মালিক রা. কে জিজ্ঞাসা করলাম-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার হজ করেছেন?

তিনি বললেন, একবার। আর ওমরাহ করেছেন চারবার। জিলক্বদ মাসে একবার। হুদাইবিয়ার সন্ধির সময় একবার। হজের সাথে একবার। আর জি’রানার সময় একবার যখন তিনি হুনাইন জিহাদের গনীমতের মাল বন্টন করেছেন।
[সুনানে তিরমিজী, হাদীস নং-৮১৫। মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৭২৭০,সুনানে দারামী, হাদীস নং-১৮২৮]

তবে একটি দুর্বল বর্ণনা দ্বারা প্রমাণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে দুই হজ আর হিজরতের পর এক হজ মোট তিন হজ করেছেন।

বাকি উক্ত বর্ণনা জঈফ। হিজরতের পূর্বের ক্ষেত্রে যৌক্তিক এটাই মনে হয় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরই হজ করতেন। কারণ বাইতুল্লাহের কাছে থাকার পরও হজ না করার কোন যৌক্তিকতা বুঝে আসে না। বাকি এর কোন শক্ত প্রমাণ নেই।

এ জাতীয় আরো সংবাদ

আল্লাহর রহমত কামনার ৩ দোয়া

নূর নিউজ

ওয়াজে ও আচরণে ইসলামি বক্তাদের সতর্ক থাকতে বললেন মাহমুদুর রহমান

আনসারুল হক

শাওয়ালের ৬ রোজায় যেভাবে পুরো বছর রোজার সওয়াব পাবেন

নূর নিউজ