লালবাগ জামেয়ার কৃতি সন্তান মুফতি মোহাম্মদ আরিফ ইসমাইলির ইন্তেকাল

পুরান ঢাকার পরিচিত মুখ, লালবাগ জামেয়ার কৃতি সন্তান, বিদগ্ধ আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ আরিফ ইসমাইলি (রহ.) আর আমাদের মাঝে নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি গতকাল অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। আজ সকাল ৭টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ইসলামী অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মাওলানা আনসারুল হক ইমরান তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করে বলেন, ‘তিনি আমার শ্বশুরের সহপাঠী ছিলেন। যখনই দেখা হতো, হাসিমুখে ‘জামাই’ বলে ডাক দিতেন। মাত্র পরশুদিনও তিনি ফেসবুকে সক্রিয় ছিলেন, বন্ধু-পরিজনের সঙ্গে হাস্যরস করেছেন। আজ তিনি নেই—ভাবতেই মনটা মোচড় দিয়ে উঠছে।’

মুফতি ইসমাইলি ছিলেন নরম মেজাজের, সদালাপী এবং পরোপকারী একজন আলেম। হাসিমুখে কথা বলা ছিল তার স্বভাব। তিনি মাঝে মাঝে আপনজনদের ফোন করে খোঁজখবর নিতেন, মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতেন।

এদিকে মুফতি আরিফ ইসমাইলির ইন্তেকালে ছাত্র, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোক ও বিষাদের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরো সংবাদ

ঢাবিতে ইশা ছাত্র আন্দোলন উদ্যোগে মাহে রমযানের স্বাগত র‍্যালি

আনসারুল হক

তথ্য ফাঁসের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আনসারুল হক

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: ইসি

আনসারুল হক