শনিবার ঢাকায় কচুয়ার উলামায়ে কেরামের মতবিনিময় সভা

ঢাকাস্থ কচুয়া উলামা পরিষদের উদ্যোগে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি মতবিনিময় সভা। “আগামীর কচুয়া বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা” শীর্ষক এ সভা বসবে সাইনবোর্ডস্থ আলম রেস্তোরাঁ চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে।

আয়োজক সূত্রে জানা গেছে, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা, কচুয়ার আলেম সমাজের পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং কচুয়ার সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

সভায় ঢাকাস্থ কচুয়ার বিভিন্ন মাদরাসা, মসজিদ ও ইসলামী প্রতিষ্ঠানে কর্মরত উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। তারা আগামীর কচুয়া গড়ার ক্ষেত্রে আলেম সমাজের করণীয়, সামাজিক দায়িত্ব ও ইতিবাচক ভুমিকা নিয়ে আলোচনা করবেন।

ঢাকাস্থ কচুয়া উলামা পরিষদের নেতৃবৃন্দ জানান, এই মতবিনিময় সভার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হবে, যা ভবিষ্যতে সমাজ, শিক্ষা ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

‘শব্দদূষণ নিয়ন্ত্রণে আলেম-উলামাদের সহায়তা চায় সরকার’

আনসারুল হক

স্বামীকে বাঁচাতে কিডনী দিবেন স্ত্রী, প্রতিস্থাপনের খরচের জন্য আটকে আছে চিকিৎসা

নূর নিউজ

ইসলামী আন্দোলনের উদ্যোগে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নূর নিউজ