শাহিদ আফ্রিদির কন্যার কুরআন তিলাওয়াতে মুগ্ধ দর্শক, ভিডিও ভাইরাল

পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা শাহিদ আফ্রিদির সর্বকনিষ্ঠ কন্যার ম্যানচেস্টারে এক ধর্মীয় অনুষ্ঠানে পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে। ছোট্ট এই শিশুর কণ্ঠে কুরআনের সুমধুর তিলাওয়াত শোনে আবেগাপ্লুত হয়ে পড়েন দর্শক-শ্রোতারা।

রবিবার (৩ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, শিশুটি অত্যন্ত সুন্দর উচ্চারণ ও গভীর আবেগে কুরআন তিলাওয়াত করছে। উপস্থিত অতিথিরা তার তিলাওয়াতের প্রশংসায় মুখর হন।

তিলাওয়াতের মুহূর্তটি ভিডিও আকারে জিও নিউজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অসংখ্য ব্যবহারকারী মন্তব্যে শিশুটির বিনয়, আবেগ এবং শুদ্ধ উচ্চারণের প্রশংসা করেন। অনেকেই আফ্রিদি পরিবারের ধর্মীয় পরিবেশ ও সুশিক্ষার প্রশংসা করে বলেন, ‘এমন মুহূর্ত প্রতিটি বাবার জন্য গর্বের।’

এর আগে মদীনায় শাহিদ আফ্রিদি ও তার কন্যার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে বাবা-মেয়ের মধ্যে দারুণ এক ধর্মীয় ও আবেগঘন মুহূর্ত ধরা পড়ে। ধারাবাহিকভাবে শাহিদ আফ্রিদির পরিবারের এসব দৃশ্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।

সূত্র: ডেইলি জং।

এ জাতীয় আরো সংবাদ

গত ২০ বছর যারা দেশ চালিয়েছে তারা বাদ: তালেবান মুখপাত্র

নূর নিউজ

৫৭ দেশের সহস্রাধিক মুসলিম নেতা আজ বৈঠকে বসছেন তুরস্কে

আনসারুল হক

ভারতে নিষিদ্ধ পশু (গরু) কোরবানি না করা ও জবাইয়ের ছবি ফেসবুকে না দেয়ার আহ্বান আরশাদ মাদানীর

নূর নিউজ