শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় ধাপের আলোচনা আশাব্যঞ্জক

শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ধাপের আলোচনা আশাব্যঞ্জক হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সোমবার (১৪ জুলাই) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রেসিপ্রোকল ট্যারিফ অ্যাগ্রিমেন্টের খসড়া নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, “গতকাল আমরা যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছি। দ্বিতীয় রাউন্ডের আলোচনা শেষে আজ স্টেকহোল্ডারদের সঙ্গে বিষয়গুলো ভাগাভাগি করেছি। তৃতীয় রাউন্ডের আলোচনার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, চলতি মাসেই যুক্তরাষ্ট্রে আবার আলোচনায় বসবো এবং ইতিবাচক ফলাফল আসবে।”

তিনি জানান, যুক্তরাষ্ট্রে আলোচনাগুলো ছিল ‘আশাব্যঞ্জক ও সম্পৃক্ততামূলক’। সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি ৩৫-৪০ জন আলোচকের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু গঠনমূলক পরামর্শও পেয়েছেন বলে জানান তিনি।

শুল্কহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, “যৌক্তিক শুল্ক বলতে আমরা শূন্য শতাংশই বোঝাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা ২০১৫ সাল থেকে শুল্ক পরিশোধ করেই যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করছি। যদি কোনো বৈষম্য না থাকে, তাহলে আমাদের ব্যবসায়ীরা আরও ভালোভাবে টিকে থাকতে পারবে। আমরা প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য সরবরাহ করছি এবং আমাদের ব্যবসাগুলো নিজস্ব সক্ষমতায় পরিচালিত হচ্ছে।”

এ জাতীয় আরো সংবাদ

কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ঋণ খেলাপি হতে দেয়া হবে না: বাইডেন

নূর নিউজ

বাইডেনকে বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসম্যানদের চিঠি, খতিয়ে দেখছে মন্ত্রনালয়

নূর নিউজ

ফ্লোরিডায় ইয়ানের আঘাত, বিদ্যুৎহীন ২০ লাখ মানুষ

নূর নিউজ