শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো শক্তি নাই: জয়নাল আবদিন

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মতো কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল কর্তৃক আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এমন বাংলাদেশ চাই না, যেখানে ‘আমার ভোট আমি দেব—এই মৌলিক অধিকারটি প্রতিষ্ঠিত হতে না পারে। শেখ হাসিনা মোদীর আশ্রয়ে আবার দেশে ফিরে এসে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করুক, তা কখনোই হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ এখন ভারতের হাতের ক্রীড়নক হয়ে পড়েছে। তারা বাংলাদেশের মানুষের স্বার্থ নয়, বরং পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় ব্যস্ত।

তিনি আরও বলেন, আপনি দেশে গণহত্যা চালাবেন, গণতন্ত্র ধ্বংস করবেন, ভারতীয় সমর্থনের ওপর নির্ভর করে রাজনীতি করবেন; আবার দেশে আসতে চাইবেন—তা হবে না। আল্লাহর কসম, এমন কোনো শক্তি নেই যা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে।

তিনি বলেন, তিস্তা নদীতে আমরা পানি পাই না, ফারাক্কা বাঁধ সময়মতো খোলে না, ফেলানির লাশ সীমান্তে ঝুলে থাকে, তারপরও তারা বলে, মোদী (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) আমাদের বন্ধু। মোদি কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না।

‘১৯৭১ সালের যুদ্ধের সময় আমাদের স্বাধীনতার জন্য যারা লড়েছিলেন, আজ তাদের অনেককেই রাজাকার বলা হচ্ছে। মেজর জলিল, সিরাজ শিকদার—এরা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন, অথচ আজ তাদের নাম বিকৃত করা হচ্ছে।’

আয়োজক সংগঠনের আহ্বায়ক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, ওলামা দলের যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীনে জনগণ দিশেহারা

নূর নিউজ

এখনও কোনো দৃশ্যমান বাধা পাই নি: খেলাফত মজলিস

নূর নিউজ

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়ছেন শেখ হাসিনা

নূর নিউজ