সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শাবান মাসের চাঁদ দেখা গেছে।

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শাবান মাসের চাঁদ দেখা গেছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। এর ফলে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নতুন ইসলামিক মাস শাবান শুরু হচ্ছে। শাবান মাসের পরই আসে পবিত্র রমজান, যখন সারা বিশ্বের মুসলিমরা রোজা পালন করবেন।

আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার (আইএসি) চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে। পর্যবেক্ষক দলের তথ্য অনুযায়ী, চাঁদটির সূর্য থেকে দূরত্ব ছিল ১০.৫ ডিগ্রি।

শাবান ইসলামিক ক্যালেন্ডারের অষ্টম মাস, যা মুসলিমদের জন্য রমজানের প্রস্তুতির সময় হিসেবে বিবেচিত হয়। ইসলামিক মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। শাবান মাসের ২৯ তারিখে আনুষ্ঠানিক চাঁদ দেখা কমিটি বসবে এবং যদি চাঁদ দেখা যায়, তবে পরদিন থেকেই শুরু হবে পবিত্র রমজান।

চাঁদ দেখার ভিত্তিতে এবার রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১ মার্চ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার পরই নির্ধারিত হবে।

আইএসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে ৩১ জানুয়ারি থেকেই শাবান মাস শুরু হবে। এসব দেশের মধ্যে রয়েছে—সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, মিসর, সুদান, তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। এছাড়া ইরান, পাকিস্তান, বাংলাদেশ, মরক্কো ও মৌরিতানিয়ায়ও একই দিনে শাবান মাস শুরুর সম্ভাবনা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

হজ করতে এবারও দিতে হবে করোনা টিকা

নূর নিউজ

শান্তিতে নোবেল পেল জাপানের সংগঠন নিহন হিদাঙ্কিও

নূর নিউজ

নিউইয়র্কে জুমার নামাজ পড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পেলেন আইটিভি ইউএসএ সম্মাননা

নূর নিউজ