সম্পর্ক জোরদার করতে কাবুলে আমেরিকান দূত

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করেছেন যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক সাবেক বিশেষ দূত জালমে খলিলজাদ।

বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, সফরকালে খলিলজাদ আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সঙ্গে এক অনানুষ্ঠানিক ও সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন। বৈঠকে দুই পক্ষ আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া উন্নয়ন এবং বিদ্যমান সমস্যাগুলোর যৌথ সমাধান খোঁজার বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় দুই পক্ষ আফগান-আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও মতবিনিময় করেন।

এ জাতীয় আরো সংবাদ

পথ হারিয়েছে আমেরিকা, বললেন ট্রাম্প

নূর নিউজ

চার শর্তে ইউএস ভিসা লটারি প্রোগ্রামে আবেদন করতে পারবেন কুয়েত প্রবাসীরা

নূর নিউজ

ব’ন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে নতুন দপ্তর খোলার ঘোষণা বাইডেনের

নূর নিউজ