সরকার পতনের পর ঢাকায় প্রথম বড় জমায়েতে নামছে জামায়াত

আসন্ন ২১ জুন রাজধানী ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশের আয়োজনের জন্য ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে অনুমতির আবেদন করা হয়েছে।

শনিবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি জানান, “২১ জুন দুপুর ২টায় ঢাকায় আমাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানকে ভেন্যু হিসেবে নির্ধারণ করে ডিএমপির কাছে আবেদন জমা দেওয়া হয়েছে।”

দলীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর এটিই হবে ঢাকায় জামায়াতের প্রথম বৃহৎ রাজনৈতিক কর্মসূচি।

এ জাতীয় আরো সংবাদ

লালবাগে মুফতী আমিনী রহ.-এর জীবন- কর্ম-অবদান শীর্ষক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

আনসারুল হক

আলজাজিরা’কে কাউন্টার করতে সরকারের নতুন নাটক : রিজভী

আলাউদ্দিন

নির্বাচনে দায়িত্ব পালনে দেড় লাখ পুলিশ পাবে বিশেষ প্রশিক্ষণ

আনসারুল হক