মোঃ জাকারিয়া মাসুদ, (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি সাজিদুর রহমান কাসেমী।
২৭ সদস্য বিশিষ্ট কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন মুফতি আলী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি শাহাদৎ হোসেন, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা হেলালুদ্দীন।
বুধবার (১৩ আগস্ট) সিংড়া উপজেলা কমিটি ঘোষণা করেন জেলা কমিটি।
নাটোর জেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর সভাপতি মুফতি শফি কাসেমী ও সাধারণ সম্পাদক মাওলানা খবির উদ্দিন এ কমিটির অনুমোদন দেন।