সিএমএইচে ভর্তি মেজর জেনারেল ইবরাহিম, অবস্থা সংকটাপন্ন

অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক)। তিনি এখন সংকটাপন্ন অবস্থায় আছেন।

বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হাসান সাকিব।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সকালে তার ডিওএইচএসের বাসায় অসুস্থ হয়ে পড়েন মেজর জেনারেল ইবরাহিম। পরে তাকে সকাল আটটার দিকে সিএমএইচে ভর্তি করা হয়। তিনি এখন এইচডিইউতে (হাই ডিপেনডেনসি ইউনিট) আছেন। তার ব্রেইন স্ট্রোক হয়েছে। তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। বুধবারই তার ব্রেইনে রিং পড়ানো হবে।

এ জাতীয় আরো সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আনসারুল হক

ফটিকছড়িতে যুবলীগ নেতার নেতৃত্বে মাদরাসায় হামলা: আহত ১০

আলাউদ্দিন

সিসিকের বন্যা কবলিত এলাকায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে

নূর নিউজ