সিজদায় বাংলায় দোয়া করা যাবে?

নামাজ একটি স্বতন্ত্র ফরজ ইবাদত। ইবাদতের মাঝে যা কিছু করা হয়, সবই উক্ত ইবাদতের অন্তর্ভূক্ত। সুতরাং তার মাঝে দোয়া করা সেটিও ইবাদতের অংশ।

আর ইবাদত আরবি ভাষায়ই আদায় করতে হয়। অন্য ভাষায় ইবাদত আদায় হয় না। যেমন নামাজ, হজের তাকবির, আজান, ইকামত ইত্যাদি।

সুতরাং অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না। বরং দোয়া আরবি ভাষায়, বা কুরআন ও হাদিসে বর্ণিত দোয়াই কেবল করা যাবে। নামাজে দোয়া করতে হলে আরবি দোয়াই করা এটিই বিধান।

দলিল- আদদুররুল মুখতার-২/২৩৩-২৩৪, ফতোয়ায়ে হিন্দিয়া,২/৩, বাহরুর রায়েক-১/৫৭৬

নফল নামাজে চাই তা তাহাজ্জুদ হোক বা অন্য নামায হোক সিজদায় গিয়ে কোরআন-সুন্নাহে বর্ণিত দোয়া করা যাবে। বা কোরআনে বা হাদিসে আছে এমন দোয়ার সমার্থক শব্দের দোয়া করা যাবে। বা আখেরাতের জন্য দোয়া করা যাবে। কিন্তু দুনিয়াবী দোয়া করা যাবে না। আরবি ছাড়া অন্য ভাষাতেও দোয়া করা যাবে না।

এ জাতীয় আরো সংবাদ

নবীজির রওজা জিয়ারতের সময় যেসব ভুল করবেন না

নূর নিউজ

পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা ও মানবীয় গুনাবলী সৃষ্টির শিক্ষা দেয় 

নূর নিউজ

কুরআনে বর্ণিত ‘আবাবিল’ পাখি কি এখনও আছে?

নূর নিউজ