সিদ্ধান্ত বদলাতে সৌদি আরবকে সময় বেঁধে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা সৌদি আরবকে নতুন করে আল্টিমেটাম দিয়েছেন। সৌদি আরবকে কয়েক সপ্তাহের সময় বেঁধে দিয়ে তারা বলেছেন, ওপেক+ তেল উৎপাদন কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি বদলাতে হবে। নয়ত এক বছরের জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র।

সৌদি আরব-রাশিয়ার নেতৃত্বাধীন ওপেক+ তেল উৎপাদন প্রতিদিন ২ মিলিয়ন ব্যারল কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দিয়ে বলেন, যদি তারা এ সিদ্ধান্ত থেকে না সরে আসে তাহলে সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি।

ডেমোক্রেটের সদস্যরা বলেছেন, ওপেক+ এর তেল উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ‘পুতিনের যুদ্ধ মেশিনে জ্বালানি দেবে’ এবং পেট্রোল পাম্পে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ওপর প্রভাব ফেলবে।

হোয়াইট হাউজের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান সাংবাদিকদের জানিয়েছিলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃমূল্যায়নের অংশ হিসেবে সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট বাইডেন। কিন্তু এখনই এমন কিছু হতে যাচ্ছে না।

সূত্র: দ্য গার্ডিয়ান

এ জাতীয় আরো সংবাদ

প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় বিশ্ব নেতাদের দু:খ প্রকাশ

নূর নিউজ

পাকিস্তানে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

Sufian Farabee

ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপলো তেলআবিব : নিহত ১, আহত ৬৩

আনসারুল হক