সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় বাধা দিবে না রাশিয়া

সিরিয়ায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় বাধা দেয়া হবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার সোচিতে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সাথে বৈঠকের পর পুতিন এমন সিদ্ধান্ত নেন। ইসরাইলের গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে।

ইসরাইলের আবাসন মন্ত্রী জেইভ এলকিন এ বিষয়ে নিশ্চয়তা দিয়ে বলেছেন, ইসরাইল ও রাশিয়ার কর্তৃপক্ষ দু’দেশের মধ্যে কোনো ধরনের সঙ্ঘাত না বাঁধার বিষয়ে একমত হয়েছেন। তারা এমন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন যার মাধ্যমে সিরিয়ায় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সঙ্ঘাতের সূচনা হবে না।

জেইভ এলকিন তার বিবৃতিতে বলেন, তারা (ইসরাইল ও রাশিয়ার কর্তৃপক্ষ) সিরিয়া পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। তাদের লক্ষ্য সহযোগিতামূলক কর্মপরিকল্পনার মাধ্যমে পারস্পারিক নিরাপত্তা নিশ্চিত করা।

দ্যা টাইমস অব ইসরাইল পত্রিকার তথ্যানুসারে জেইভ এলকিন বলেছেন, নাফতালি বেনেট চান না যে ইরান পরমাণু শক্তি অর্জন করুক বা সিরিয়াতে ইরান অবস্থান করুক।

সূত্র : মিডল ইস্ট মনিটর

এ জাতীয় আরো সংবাদ

এ বছর হজ করতে পারবেন ১০ লাখ মানুষ

নূর নিউজ

পাকিস্তানে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু, এগিয়ে ইমরান খানপন্থিরা

নূর নিউজ

ইসলাম সহাবস্থানের কথা বলে, সেই সহাবস্থানের ক্ষেত্রে ভারত একটি মডেল: ড. মহম্মদ বিন আবদুল করিম আল ঈসা

নূর নিউজ