সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আহতদের প্রাথমিক চিকিৎসা ও জরুরী সেবা দিতে সংগঠনটির নেতাকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজসহ পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে অবস্থান করছেন।

এ তথ্য জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল বাশার আজিজী।

তিনি বলেছেন, ‘প্রাথমিক চিকিৎসা ও জরুরী সেবা দিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে অবস্থান করছেন। সেচ্ছাসেবকরা নিরবিচ্ছিন্নভাবে আহতদের সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন খেদমত ফান্ডেশনের অ্যাম্বুলেন্স ফ্রিতে আহতদের সেবা দিচ্ছে।

সবাইকে নিজের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

স্বেচ্ছাসেবক টিমের নেতৃত্ব দিচ্ছেন পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ইমামুল ইসলাম চৌধুরী।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২ শতাধিক আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

আনসারুল হক

রেমিট্যান্সে চমক বাংলাদেশের

আলাউদ্দিন

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫০৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে দুই কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এজন্য সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সয়াবিন তেল কেনার প্রস্তাবটি অনুমোদন পায়। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। সভা শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির জন্য সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৮৪ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা। তিনি জানান, সুং শিং এডিবল অয়েলের কাছ থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৮৪ টাকা ৫০ পয়সা। এতে মোট ব্যয় হবে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। সাঈদ মাহবুব খান জানান, এছাড়া সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা। এতে মোট ব্যয় হবে ২০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা।

নূর নিউজ