সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে আন-নূর হেল্পিং হ্যান্ডের খাবার বিতরণ

নূর নিউজ: আজ (২২ এপ্রিল) বৃহস্পতিবার রাতে রাজধানীর হাইকোর্ট, দোয়েল চত্বর, লালবাগ, সোয়ারীঘাট এলাকায় সুবিধাবঞ্চিত ভাসমান ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বেসরকারী সেবা সংস্থা আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ। এ নিয়ে সংস্থাটি দ্বিতীয় দফা খাবার বিতরণ করলো। এর আগে গত ২০ এপ্রিল সংস্থার উদ্যোগে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছিল। আজকের খাবারের মেনুতে ছিল ভূনা খিচুড়ি, খাসির রেজালা ও ডিম ভূনা। রাজধানীর রাস্তায় লকাডাউনে বন্দি ক্ষধার্ত মানুষগুলো এমন খাবার পেয়ে অত্যন্ত খুশি। তারা চান চলমান এই দূর্যোগে বিত্তশালীরা যেন এভাবেই তাদের পাশে দাঁড়ায়।

আন-নূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাওলানা আনসারুল হক ইমরান, প্রতিদিনই আমাদের স্বেচ্ছা সেবকগণ গরীব, দুঃখী ও সমাজের অবহেলিত মানুষকে খাদ্য, অর্থ, চিকিৎসাসহ নানা ধরনের সেবা দিচ্ছে। দাতাদের দান-অনুদানেই চলছে এই কার্যক্রম। আমাদের কার্যক্রম অব্যহত থাকবে ইনশাল্লাহ।

 

এ জাতীয় আরো সংবাদ

কক্সবাজারে ইসলামী ছাত্রসমাজের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আনসারুল হক

‘মুসলিম জনগোষ্ঠীর মতামতের বিরুদ্ধে গেলে আখের সুখকর হবে না’

আনসারুল হক

একসঙ্গে ১০ হাজার মুসল্লি নামাজ পড়তে পারবেন সিরাজগঞ্জের নবনির্মিত এই মসজিদে

আলাউদ্দিন