সেই ইকবালকে আদালতে তোলা হচ্ছে আজ!

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনসহ ৪ জনকে আজ আদালতে তোলা হচ্ছে।

শুক্রবার (২৯ অক্টোবর) জুমার নামাজের পর তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ রেজওয়ান।

আসামিরা হলেন- প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ।

এর আগে ২৩ অক্টোবর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চাইলে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর আজ তাদের আবারও আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার সুগন্ধা পয়েন্ট থেকে ইকবালকে গ্রেপ্তার করে পুলিশ।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব

আনসারুল হক

গত বছরের জুন পর্যন্ত মেট্রোরেলে আয় ১৮,২৮,০৬,৫১৪ টাকা : ওবায়দুল কাদের

নূর নিউজ

গণতন্ত্র নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন, কূটনৈতিকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের

নূর নিউজ