সেনাবাহিনীর উপর হামলা সার্বভৌমত্বের উপর হামলার শামিল: মুফতি আব্দুল হান্নান ফয়েজী

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামিক জনকল্যাণ পার্টির চেয়ারম্যান মুফতি আব্দুল হান্নান ফয়েজী।

তিনি এক বিবৃতিতে বলেন, “দেশের সশস্ত্র বাহিনী জাতির গর্ব ও নিরাপত্তার প্রতীক। তাদের উপর ন্যক্কারজনক সন্ত্রাসী হামলা দেশের সার্বভৌমত্বের উপর হামলার শামিল। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

মুফতি ফয়েজী আরও বলেন, “দেশবিরোধী চক্র পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলতে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। এ ধরনের হামলার মাধ্যমে তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। কিন্তু দেশের মানুষ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেবে না।”

তিনি সরকারকে আহ্বান জানান দ্রুত এসব সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর পদক্ষেপ নিতে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।

মুফতি আব্দুল হান্নান ফয়েজী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এ জাতীয় আরো সংবাদ

ঈদের আগে ৫, পরে ৩ দিন গণপরিবহন বন্ধ

আনসারুল হক

জমিয়ত অভয়নগর থানার সভাপতি অসুস্থ, দোয়া কামনা

আনসারুল হক

২৫ আগস্টের মধ্যে ব্যালট বাক্সের হিসেব চেয়েছে নির্বাচন কমিশন

আনসারুল হক