সেপ্টেম্বরের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৭৭ কোটি মার্কিন ডলার

চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসী আয়ে এসেছে ১৭৭ কোটি মার্কিন ডলার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসের প্রথম ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭৭ কোটি ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১৪৩ কোটি ডলার। ফলে এক বছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৭০ শতাংশ।

শুধু ১৭ সেপ্টেম্বর একদিনেই দেশে এসেছে ৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৬৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ১৯ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে গত আগস্টে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। আর জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড।

এ জাতীয় আরো সংবাদ

রাশিয়ার পরমাণু হুমকি: আইসিবিএম পরীক্ষা বাতিল করল আমেরিকা

নূর নিউজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করবে সিনেটর রজার মার্শাল

নূর নিউজ

আতঙ্কের নগরী এখন নিউইয়র্ক, ব্রুকলিনে ময়লার ব্যাগে মস্তকবিহীন নারীর দেহ উদ্ধার

নূর নিউজ