সৌদি আরবে ফের খুলছে প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল

১২ বছরের কম বয়সী শিশুদের সশরীরে ক্লাসে পাঠদান পুনরায় চালু করতে যাচ্ছে সৌদি আরব। গত বছরের অক্টোবরে ক্লাসে পাঠদান স্থগিত করেছিল দেশটি।

রোববার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে সৌদির শিক্ষা মন্ত্রণালয় জানায়, করোনা মহামারির কারণে ১৮ মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৩ জানুয়ারি প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল পুনরায় খোলা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইবতিসাম আল-শেহরি বলেন, সশরীরে ক্লাসের জন্য অভিভাবকদের শিশুদের প্রস্তুত করা জরুরি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মেদ আল-আবদ আল-আলী বলেন, যদিও সৌদি আরবে কোভিড-১৯ এর সংক্রমণ আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে, তবুও গুরুতর আক্রান্তের সংখ্যা গত বছরের এ সময়ের তুলনায় কম। এটি টিকার কার্যকারিতা এবং কোভিড-১৯ এর বিস্তার প্রতিরোধে জাতীয় প্রচেষ্টার ফল।

ওমিক্রন ধরনের কারণে কোভিড-১৯ এর সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। যারা গুরুতর স্বাস্থ্য জটিলতার কারণে সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না, তাদের জন্য অনলাইন প্লাটফর্মে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।

সূত্র: আরব নিউজ

এ জাতীয় আরো সংবাদ

পাকিস্তানে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

Sufian Farabee

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থায় অর্থায়ন ফের শুরু করবে ইতালি

নূর নিউজ

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ বৃদ্ধি

আলাউদ্দিন