সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কাতার প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৩৫) নামে বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরব থেকে ওমরা করে কাতার ফেরার পথে দেশটির বর্ডার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের মেঘালয় গ্রামের কালা মিয়ার ছেলে। তার এক মাত্র সন্তান সালমানের বয়স ৩ বছর। ১০ ভাই-বোনের মধ্যে কবির হোসেন তৃতীয়। আহত মুছা মিয়া ওই গ্রামের আসক আলীর ছেলে।

নিহতের ছোট ভাই আতাউল্লাহ জানান, কবির হোসেন ৯ বছর ধরে কাতারে আছেন। ছুটি কাটিয়ে গত ২/৩ মাস আগে কাতার ফিরে যান। গত সপ্তাহে বন্ধুদের নিয়ে সৌদি আরবে ওমরা করতে যান তিনি। সৌদি আরব থেকে ওমরা করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

আতাউল্লাহ আরও জানান, তারা কবিরের সহকর্মী ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছেন। কীভাবে মরদেহ আনা যায় এ বিষয়ে বিভিন্ন জায়গায় কথা বলছেন।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে সপ্তাহব্যাপী ‘গোল্ডেন কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফইনাল সম্পন্ন

Sufian Farabee

ওমরা পালন‌ করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

নূর নিউজ

প্রবাসীদের সম্মানে কাতার সরকারের ধর্ম মন্ত্রণালয়ের ইফতার মাহফিল-২

আনসারুল হক