‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ এটি কি হাদিস?

স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত-এটি কি হাদিসে এসেছে?

‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ হুবহু এ কথাটি কুরআন-হাদিসের কোথাও নেই। এটি মানুষের বানানো কথা। যদিও আমাদের সমাজে হাদিস হিসাবে প্রচলিত রয়েছে। হাদিসে পাকে যা বর্ণিত আছে তাহলো- রাসূল (সা.) বলেছেন ‘যদি আমি কাউকে নির্দেশ দিতাম আল্লাহ ব্যতীত অন্যকে সিজদা করার, তাহলে স্ত্রীকে নির্দেশ দিতাম তার স্বামীকে সিজদা করার জন্য।’

সূত্র : ইবনে মাজাহ ১৮৫৩

এ জাতীয় আরো সংবাদ

মুহাম্মদ সা.-এর জন্মের খুশিতে দাদা আব্দুল মুত্তালিব যা করেছিলেন

নূর নিউজ

স্ত্রী মারা গেলে দেন-মোহরের টাকা কে পাবে?

নূর নিউজ

হাদিসের আলোকে লাইলাতুল কদর খোঁজার উপায়

নূর নিউজ