স্বাস্থ্যবিধি না মানায় আড়ংকে জরিমানা

নূর নিউজ: ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের আউটলেটে স্বাস্থ্যবিধি না মেনে ধারণক্ষমতার অতিরিক্ত ক্রেতা থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ জরিমানা করেন।

বিকেলে শপিং মল পরিদর্শনে বের হন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এসময় আড়ংয়ের আসাদগেট আউটলেটে যান তিনি।

পরে মেয়র বলেন, শর্ত ছিল স্বাস্থ্যবিধি মেনে শপিং মল খোলা রাখবে। আড়ংয়ের আসাদগেট আউটলেটে ধারণক্ষমতার বেশি ক্রেতা ঢুকেছেন। অনেকে বাচ্চা নিয়ে কেনাকাটা করতে আসছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় আড়ংকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
যারা আইন মানবেন না তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রদূতরা অনেক ব্যস্ত হয়ে পড়েছেন: মেনন

নূর নিউজ

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি!

নূর নিউজ

রিয়াদে দূতাবাসে অসুস্থ ও প্রতিবন্ধী প্রবাসীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা

নূর নিউজ