হজযাত্রীদের বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর দাবি

হজযাত্রীদের বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর দাবি জানালো তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাহফিজে হারামাইন পরিষদ বাংলাদেশ-এর সভাপতি মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী এক বিবৃতিতে দেশের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে হজযাত্রীদের বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর দাবি জানিয়ে বলেন, গত বছরের তুলনায় এবার হজের খরচ প্রায় দেড় লাখ টাকা বৃদ্ধি করায় হজযাত্রীদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, চলতি বছর হজের বিমানভাড়া ও অন্যান্য খরচাদি বৃদ্ধি পাওয়ায় অনেকেই হজে যাওয়ার ব্যাপারে হতাশা প্রকাশ করছেন।

মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া ৫০ হাজার টাকা কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ জাতীয় আরো সংবাদ

স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে দেশবাসীর প্রতি পীর সাহেব চরমোনাই’র আহবান

আনসারুল হক

‘আওরঙ্গজেবের সমাধিতে হাত দিলে ভারত ভেঙ্গে খানখান হয়ে যাবে’

আনসারুল হক

মানবতাবিরোধী অপরাধীদের বিচারে আমরা অঙ্গীকারাবদ্ধ: প্রধান উপদেষ্টা

আনসারুল হক