হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি ও মুসলিম ঐক্যের বার্তা

বিশ্ব মুসলিমের জন্য শান্তি, ঐক্য ও কল্যাণ কামনায় পবিত্র হজের দিন আরাফাতের ময়দানে দেওয়া হয়েছে খুতবা। খুতবায় বারবার উচ্চারিত হয়েছে ফিলিস্তিনিদের মুক্তি ও বিজয়ের দোয়া। মুসলিম উম্মাহকে ঈমান ও আমল সংশোধনের মাধ্যমে সংহতি গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টার পর এবং বাংলাদেশ সময় বিকেল ৩টার পর ঐতিহাসিক আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করেন শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। বিশ্বের ৩৫টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হয় এই খুতবা।

খুতবায় ইমাম বলেন, মুসলমানদের জন্য তাকওয়া অবলম্বন করা অপরিহার্য। আল্লাহকে ভয় করাই একজন মুমিনের প্রধান বৈশিষ্ট্য। শয়তান সবসময় মানুষের প্রকাশ্য শত্রু—তাকে প্রতিহত করতে হলে দরকার পারস্পরিক সহানুভূতি, সংহতি ও ইসলামি আদর্শে দৃঢ় থাকা।

তিনি আরও বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানবতার জন্য আল্লাহ নির্বাচিত করেছেন। শত্রুকে ক্ষমা করলে আল্লাহ বান্দার বন্ধু হয়ে যান। নেক আমল পাপ মোচনের পথ। আর ইবাদত এমনভাবে করতে হবে যেন বান্দা আল্লাহকে দেখছে—এটাই হলো ‘ইহসান’ স্তর, যা ইসলামের সর্বোচ্চ স্তর।

খুতবায় পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার, প্রতিশ্রুতি রক্ষা, নম্রতা এবং লজ্জাশীলতা বা ‘হায়া’ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। বলা হয়, হজের দিন আল্লাহর জিকির, দোয়া ও আত্মশুদ্ধির জন্য অনন্য সুযোগ। আল্লাহর বাণী উদ্ধৃত করে খতিব বলেন, “নেক কাজে একে অপরকে সাহায্য করো, মন্দ কাজে বাধা দাও।”

এর আগে সকালে লাখ লাখ হাজি আরাফাতের ময়দানে জড়ো হন। “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখর হয়ে উঠে ময়দান। এখানেই হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। খুতবার পর এক আজান ও দুই ইকামতে জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। মাগরিব না পড়ে তারা রওনা দেন মুজদালিফার উদ্দেশে।

মুজদালিফায় রাত যাপন শেষে হাজিরা কংকর সংগ্রহ করে মিনার দিকে রওনা হন। সেখানে শয়তানকে কংকর নিক্ষেপ, পশু কোরবানি, এবং পরবর্তীতে কাবা শরিফে ফরজ তাওয়াফ সম্পন্ন করে মিনায় অবস্থান করে বাকি দুই দিন শয়তানকে কংকর মারার মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের পূর্ণাঙ্গ আনুষ্ঠানিকতা।

এ জাতীয় আরো সংবাদ

সমমনা ইসলামী দলসমূহের সঙ্গে সমঝোতায় সম্মত ইসলামী ঐক্যজোট

আনসারুল হক

নিউইয়র্ক মারকাজের অনলাইন কোরআন কোর্সের সমাপনী অনুষ্ঠিত

আনসারুল হক

বৈশ্বিক সমস্যা হয়ে উঠছে ‘বিষণ্নতা’

নূর নিউজ