হাফেজ কল্যান ফাউন্ডেশনের সভাপতি মাহমুদ মাদানী, সেক্রেটারি মোশাররফ হোসাইন

হাফেজদের কল্যানে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে বিশিষ্ট সংগঠক ও চিন্তক হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদের আহৃবানে প্রতিষ্ঠিত হয়েছে হাফেজ কল্যাণ ফাউন্ডেশন।

গতকাল সন্ধায় নগরীর মিরপুরে অবস্থিত দারুস সুন্নাহ তাহফিযুল কুরআন মাদরাসায় একটি ঘরোয়া আয়োজনের মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল আরিফিন, সহ-সভাপতি মাঈনুদ্দীন ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমদ চাঁদপুরী, সহ-সাধারণ সম্পাদক কাওসার আহমদ কুমিল্লায়ী, মিডিয়া সম্পাদক বেলায়েত হোসাইন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবুবকর বিন রাশেদ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রায়হানুদ্দীন আল ফারুক, সাংগঠনিক সম্পাদক হুযায়ফা সিদ্দীক, সহ-সাংগঠনিক সম্পাদক জাবের আহমাদ, অর্থ সম্পাদক ফেরদৌস আহমাদ, সহ-অর্থ সম্পাদক মুবাশ্বির আল মাহির, দফতর সম্পাদক রাকিবুল হাসান আশরাফী, প্রচার সম্পাদক মুঈনুদ্দীন মিসবাহ প্রমুখ।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন হাফেজ জাবের আহমদ, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমিটির সকল সদস্যগণ।
সবশেষে নবনির্বাচিত সভাপতির সমাপনী বক্তব্য ও দুআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ জাতীয় আরো সংবাদ

এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করব না, টিকাদান কর্মসূচি জোরদার করব: দীপু মনি

নূর নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার ভবিষ্যৎ প্রজন্মের ‘ভয়ঙ্কর ক্ষতি’ করছে

নূর নিউজ

এবার উপবৃত্তির সঙ্গে টিউশন ফি পাবে শিক্ষার্থীরা

আলাউদ্দিন