হাসিনার সময়ও আইন-শৃঙ্খলাবাহিনীর এমন হামলা হয়নি: নুর

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, শেখ হাসিনার শাসনামলেও আমরা সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছি, কিন্তু তখনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এতটাই বর্বরোচিত হামলার শিকার হইনি। তিনি এই ঘটনাকে ব্যবস্থা হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘‘এটা একটা টার্গেট অপারেশন ছিল — আমাদের টার্গেট করে অন্যদের মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে।’’

নুর আরও বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত — যতই ক্ষমতাসীন হোন না কেন — তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা নিতে হবে এবং চাকরিচ্যুত করা উচিত। তিনি অন্যান্য রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানকারীদেরও সতর্ক করে বলেছেন, ‘‘আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এসব ঘটনার যোগসাজশকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে।’’

তিনি লিখিতভাবে অভিযোগ তোলেন, এখনো যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তাতে কার্যকরি অগ্রগতি চোখে পড়ছে না। প্রায় ৩৫ দিন পেরিয়ে গেলেও বিচার বিভাগীয় একটি তদন্ত কমিশন গঠন করা হলেও তাদের কার্যক্রমে গাফিলতির প্রতিচ্ছবি রয়েছে বলে মন্তব্য করেন নুর।

নুরুল হক অভিযোগ করেন, গত কঠোর রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আগেও আন্দোলন চালিয়েছেন তারা; তবু তখনো আগের মতো বিতর্কিত ঘটনার ক্ষেত্রে বিচার বা স্বচ্ছতা পাওয়া যায়নি। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘‘আগে একটি বিতর্কিত নির্বাচনের কারণে সাবেক সিইসির গলায় জুতার মালা পড়েছে, একাধিক উচ্চপদস্থ বিচারপতি দেশ ছাড়ায় পালিয়েছেন।’’

তিনি সতর্ক করে বলেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচনকে ঘিরে বিভাজন ও পাহাড়ে তলানির পরিস্থিতি তীব্র হলে সুষ্ঠু নির্বাচন কীভাবে সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এক পক্ষকে লক্ষ্য করে এই ধরনের আক্রমণ সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত নষ্ট করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরের এক সংঘর্ষের পর নুরুল হক গুরুতর আহত হন; পুলিশের লাঠির আঘাতে তার মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভাঙে—জানা গেছে গঠিত ঘটনাক্রম থেকে।

 

এ জাতীয় আরো সংবাদ

শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে বাংলাদেশ ব্যাংককে রুল

আনসারুল হক

নেদারল্যান্ডসে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নূর নিউজ

আলিয়া মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

আনসারুল হক