হিজাব পরায় ছাত্রীদের বের করে দেওয়া ভিকারুননিসার সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকার বিরুদ্ধে হিজাব পরা ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বসুন্ধরা প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণির একটি কক্ষ থেকে ২২ জন ছাত্রীকে হিজাব পরার কারণে বের করে দেওয়ার অভিযোগের ভিত্তিতে এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া আগামী সাত কর্মদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে না— সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে তাকে নোটিশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোখা’

নূর নিউজ

শেরপুরে মায়ের ওপর ‘অভিমানে’ কিশোরের আত্মহত্যা

আনসারুল হক

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই

আনসারুল হক