হৃদরোগে অসুস্থ হয়ে হাসপাতোলে মাহাথির মুহাম্মাদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছে।

শনিবার (২২ জানুয়ারি) মাহাথির মোহাম্মদের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন।

এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন ৯৬ বছর বয়সী এই ব্যক্তি। এর আগে ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। স্বাস্থ্যগত উন্নতি হলে ১৩ জানুয়ারি ছাড়া পান তিনি। ২০২১ সালের ডিসেম্বরেও হৃদরোগের জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

হৃদরোগের দীর্ঘ ইতিহাস রয়েছে মাহাথির মোহাম্মদের। ১৯৮৯ সালে একবার ও ২০০৬ সালে দুবার হৃদরোগে আক্রান্ত হন এই নেতা।

১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ক্ষমতায় ছিলেন মাহাথির মোহাম্মদ। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে ২০২০ সালে সেই প্রশাসন ভেঙে পড়ে।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর অভিষেক সম্পন্ন

আনসারুল হক

অমনোযোগী শিক্ষার্থীদের মারধর নয় : প্রধানমন্ত্রী

নূর নিউজ

রমজান মাসেও ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: মুফতী ফয়জুল্লাহ

আনসারুল হক