হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর ইফতার মাহফিল ১২ মার্চ

হেফাজত ঢাকা মহানগরীর ইফতার মাহফিল আগামী ১২ মার্চ ১১ রমজান রোজ বুধবার জামিয়া মাদানিয়া বারিধারা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

ইফতার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মনির হোসাইন কাসেমী ও সদস্য সচিব মুফতি সালাউদ্দীনকে করা হয়েছে।

শনিবার (১ মার্চ )সকাল ৮ টায় রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর জোন দায়িত্বশীলদের বৈঠক হেফাজত ঢাকা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, বারিধারা মাদ্রাসার মুহতামিম ও হেফাজতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি জাকির হোসাইন কাসেমী, হেফাজত লালবাগ জোনের সভাপতি মাওলানা জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক মুফতি বশিরুল হাসান খাদিমানী, যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতি শরিফ উল্লাহ, পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দীন ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,উত্তরা জোনের সদস্য সচিব মুফতি কেফায়েতুল্লাহ আজহারী,মিরপুর জোনের সাধারণ সম্পাদক মুফতি নূর মুহাম্মদ কাসেমী, খিলগাঁও জোনের সভাপতি মাওলানা শিব্বির আহমদ ও সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল আলম, মোহাম্মদপুর জোনের সভাপতি মাওলানা মাহমুদুর রহমান ও মুফতি শামসুল আলম, বারিধারা জোনের সভাপতি মুফতি আমজাদ হোসাইন হেলালী ও সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, তেজগাঁও জোনের সভাপতি মাওলানা মুজিবুর রহমান চাটগামী ও সাধারণ সম্পাদক মুফতি আল আমিন, সাভার জোনের সভাপতি মাওলানা আলী আকবর কাসেমী ও মাওলানা আমিনুল ইসলাম কাসেমী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

‘কসাই মোদী ভারতকে মুসলিম শূন্য করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে’

আনসারুল হক

এখন থেকে মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা: ধর্ম উপদেষ্টা

আনসারুল হক

আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি বাক্স হবে : ইসলামী ঐক্যজোট

আনসারুল হক